ঢাকাবৃহস্পতিবার , ২৪ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রূপসায় যৌথবাহিনীর অভিযানে বাড়ি থেকে অস্ত্র উদ্ধার

মোঃ গোলাম রাব্বানী, খুলনা
এপ্রিল ২৪, ২০২৫ ৮:৫৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃ গোলাম রাব্বানী, খুলনা

রূপসায় যৌথবাহিনীর অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ মোঃ জুনায়েদ (৫৫) ও তার সহযোগীদের গ্রেপ্তার করেছে।

আটককৃতরা হলেন রূপসা উপজেলার মিলকি দেয়াড়ার মৃত শেখ নুরুদ্দীনের ছেলে মোঃ জুনায়েদ (৫৫), মোঃ জাহিদুজ্জামান (৪৮), ও মোঃ মোশারফ হোসেন (৪২),
লুৎফর রহমানের ছেলে মোঃ মিজানুর (৪৩) ও আজানুর মুন্সি (৩৬); মৃত মোজাহার উদ্দীনের ছেলে জৌহির উদ্দীন (৩৬) । এছাড়া এজাহার ভুক্ত আসামী হান্নান নামে আর এক ব্যক্তি পলাতক থাকায় তাকে গ্রেফতার করতে পারেন নাই।

২৪ এপ্রিল ভোর ৪টায় দিকে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের জুনায়েদের ডক ও জুনায়েদের নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

অভিযানে গ্রেপ্তারসহ দেশীয় তৈরী পিস্তল ১টা, দেশীয় তৈরী পাইপগান ৪টা, দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ১টা, ছোট আকৃতির চাকু ১টি এবং ১টি রামদা উদ্ধার করা হয়।
এ তথ্য নিশ্চিত করে রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, যৌথ বাহিনী অভিযান চালিয়ে অস্ত্রসহ গ্রেফতার করেছে। এসআই শরিফুল ইসলাম বাদী হয়ে পলাতক এজহারভুক্ত হান্নানসহ ৭জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।