ঢাকাশুক্রবার , ২৫ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

সৌভিক পোদ্দার ঝিনাইদহ জেলা প্রতিনিধি 
এপ্রিল ২৫, ২০২৫ ১১:১৩ অপরাহ্ণ
Link Copied!

সৌভিক পোদ্দার ঝিনাইদহ জেলা প্রতিনিধি

২৫ শে এপ্রিল ২০২৫
ঝিনাইদহে দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মাসুদকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই সাংবাদিক স্থানীয় প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজলের নাম উল্লেখ করে থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ভুক্তভোগী সাংবাদিক আব্দুল্লাহ আল মাসুদ।
সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, কয়েকমাস আগে থেকে বিবাদী আসিফ কাজল সরাসরি ও বিভিন্ন মাধ্যমে সাংবাদিক আব্দুল্লাহ আল মাসুদকে ভয়ভীতি দেখিয়ে আসছিল। সবশেষ গত ২৭ ফেব্রুয়ারী বিবাদী তার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে মন্তব্য করে ওই সাংবাদিককে প্রাণনাশের হুমকি প্রদান করেন।

এ ব্যাপারে সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, সাংবাদিকদের পেশাগত কাজে বাঁধা দান করা কাম্য নয়। তদন্ত করে দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।