ঢাকাশনিবার , ২৬ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মুরাদনগরে ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করে পিতার ঘোষণাপত্র

শেখ মোবারক হোসাইন সাদী
এপ্রিল ২৬, ২০২৫ ৩:৪১ অপরাহ্ণ
Link Copied!

শেখ মোবারক হোসাইন সাদী,নিকলী

কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জের নগরপাড়া গ্রামের বাসিন্দা মোঃ মফিজুল ইসলাম আনুষ্ঠানিকভাবে তার ঔরষজাত পুত্র মোঃ নাঈম সরকারের (১৯) সাথে পারিবারিক, সামাজিক ও আর্থিক সম্পর্ক ছিন্ন করেছেন।

ঘোষণাপত্রে মোঃ মফিজুল ইসলাম উল্লেখ করেন, তার তিন পুত্র ও দুই কন্যার মধ্যে মোঃ নাঈম সরকার সর্বকনিষ্ঠ সন্তান। একাদশ শ্রেণির এই ছাত্রকে তিনি অনেক আদর-যত্নে লালন-পালন করলেও বর্তমানে সন্তানের অশোভন ও অবাঞ্চিত আচরণে তিনি চরম মর্মাহত। মদ, গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদকে আসক্ত হয়ে মোঃ নাঈম গভীর রাতে বাসায় ফিরে মা-বাবার উপর অমানবিক নির্যাতন ও গালিগালাজ করছে বলে ঘোষণাপত্রে অভিযোগ আনা হয়েছে। এছাড়া ভিন্ন ধর্মের নারীতে আসক্ত হয়ে এমন কিছু কার্যকলাপে লিপ্ত হয়েছে, যা তার পরিবার ও সমাজের মর্যাদার পরিপন্থী।

মোঃ মফিজুল ইসলাম তার পরিবারের সম্মান রক্ষার্থে মোঃ নাঈম সরকারের সাথে সমস্ত পারিবারিক, সামাজিক, দালিলিক ও আর্থিক সম্পর্ক এবং যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তির অধিকার ছিন্ন করার সিদ্ধান্ত নেন। তিনি ২৪ এপ্রিল ২০২৫ তারিখে কুমিল্লা নোটারী পাবলিক কার্যালয়ে একটি হলফনামা (নং- ৫৫৬/২৪-০৪-২০২৫) দাখিল করে এ সম্পর্ক ছিন্ন করেন এবং আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।