ঢাকাসোমবার , ২৮ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়িতে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ শিক্ষক কারাগারে

Link Copied!

নুরুল আবছার নূরী

ফটিকছড়ি পৌরসভা সদরে একটি প্রাইভেট মাদ্রাসায় ১২ বছর বয়সী এক ছেলে শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে।
রবিবার (২৭ এপ্রিল ) রাত ৮টার দিকে ফটিকছড়ি পৌরসভা বিবিরহাট (সিটি সেন্টারের) ৪র্থ তলায় দারুল আজকা ফয়জিয়া মাদরাসার ৩ শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ উঠে।

এ ঘটনায় ফটিকছড়ি থানায় নির্যাতনের শিকার শিক্ষার্থীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
মামলার আসামিরা হলেন- রংপুর তারাগঞ্জের রফিকুল ইসলামের ছেলে ও ওই মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক গোলাম রাব্বি (২২), ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার কামালপুকুর এলাকার আনিসুর রহমানের ছেলে ও কিতাব বিভাগের শিক্ষক মো: নুরুল ইসলাম (২৪) ও উপজেলার ভূজপুর থানার রোসাইংগোনার মো: শফিউল আলমের ছেলে পেয়ারুল ইসলাম (১৯)।

ওই শিক্ষার্থী এবং পরিবারের সাথে কথা বলে জানা যায়- গত শনিবার(২৬এপ্রিল) থেকে তাকে বলাৎকার করা হয়। শেষমেষ সে শিক্ষার্থী সহ্য করতে না পেরে বিষয়টি পরিবারকে জানায়। পরে পুলিশ মাদ্রাসায় এসে অভিযুক্ত শিক্ষকদের আটক করে থানায় নিয়ে যাওয়ার পর তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়।

বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আহমদ। তিনি বলেন- অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষকদের থানায় নিয়ে আসা হয়েছে। ৩জন শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। মামলা পরবর্তী তাদের গ্রেপ্তারের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।