ঢাকাবুধবার , ৩০ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়িতে বিষ পানে আত্মহত্যা করেছে এক গৃহ বধু

Link Copied!

নুরুল আবছার নূরী

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা লেলাং ইউনিয়নের শাহিদ আকতার (৩০) নামের এক গৃহ বধু বিষ পানে আত্মহত্যা করেছে।
গত (২৭ এপ্রিল) রবিবার সকালে ফটিকছড়ি উপজেলা লেলাং ইউনিয়নের (৭নং ওয়ার্ডের) গোপাল ঘাটা মাওলানা আবদুল হাকিমের বাড়ির মোঃ সেলিমের স্রী।
স্হানীয়দের সূত্রে জানা যায় নিহত শাহিদা আকতার
বাবার বাড়ি একই উপজেলার বক্তপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের হাজি ছিদ্দিক আহমদ সওদাগরের বাড়ির মোঃ নুরুল আলমের চতুর্থ কন্যা।
৬বোন ২ ভাইয়ের মধ্যে সেই ৬নাম্বার।
২০১৮ সালে পারিবারিক সম্মতি ক্রমে লেলাং ইউনিয়নের গোপাল ঘাটা মাওলানা আবদুল হাকিমের বাড়ির মোঃ সেলিমের সাথে বিবাহ হয়। বিবাহের ৮বছরে তাদের কোন সন্তান হয়নি।
বিভিন্ন সূত্রে জানা যায় নিহতের স্বামী সেলিম প্রায় সময় নেশাগ্রস্ত অবস্থায় তার উপর নির্যাতন করে।তার বাবা গরীব রিকক্সা চলাক সে কারণে শত নির্যাতন সয্য করে স্বামীর সংসারে দিন কাটে।উল্লেখ্য যে সেলিম আরো ৪টি বিবাহ করে ছিল একটি মরা যায় বাকী ৩টি তাকে ছেড়ে চলে যায় বলে প্রত্যাক্ষদর্শীদের নিকট জানা যায়।
গত ২৭ রবিবার সকালে ঝগড়া বিবাদ এক পর্যায়ে বিষ পান করে ফেলে তাকে তার স্বামী সেলিম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় তিন দিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এদিকে নিহত শাহিদা আকতার পরিবারের লোকজনের দাবি তাকে পরিকল্পিত ভাবে বিষ প্রযোগে হত্যা করেছে। কারণ হিসাবে বলছেন চিকিৎসাধীন অবস্থায় তাদেরকে্ হাসপাতালে দেখতে দেইনি এমনকি মৃত্যুর সংবাদ তাদেরকে জানাননি।অন্যলোকের মারফতে জানাতে পেরেছে বলে জানা।
লেলং ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার মাওলানা মোহাম্মদ ওছমান গণি মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন।
এই বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আহমদ বলেন মৃত্যু সংবাদ শুনেছি। হত্যা না আত্মহত্যা এটা নিয়ে দুই পরিবারের দুই রকম বক্তব্য পাওয়া যাচ্ছে। আমরা লাশ ময়নাতদন্তের পর নিশ্চিত হতে পারব। রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী আইনী পদক্ষেপ নেওয়া হবে।