ঢাকামঙ্গলবার , ১৩ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভুজপুরে শতবর্ষী পুরানো গাছ কেটে পেলা হয়েছে দুই দিন পার ও মামলা হয়নি, সওজের দিরগতি

Link Copied!

নুরুল আবছার নূরী

ফটিকছড়ি (চট্টগ্রাম)প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানার কাজীরহাট বাজারে একটি শতবর্ষী গাছ কেটে পেলার দুই দিন পার হওয়ার পর ও মামলা করেনি সড়ক ও জনপদ ( সওজ) বিভাগ। ভুজপুর থানার ভুজপুর ইউনিয়নের কাজীরহাট বাজারের উত্তর পাশে সড়কটির মালিকানাধীন গাছটি গত শুক্রবার ও শনিবার গাছটি কাটা হয়।রবিবার উপজেলা প্রশাসন ও সওজের কর্মকর্তারা গিয়ে গাছটি জদ্ধ করলেও আজ সোমবার পর্যন্ত আইনি কোনো ব্যবস্হা নেওয়া হয়নি।
এই ঘটনার ক্ষোভ প্রকাশ করে দ্রুত জরিতদের আইনের আওতায় আনার দাবি জানানিয়েছেন পরিবেশকর্মীরা।
প্রত্যদর্শীরা জানান গাছটি গত ফেব্রুয়ারী মাসে কাজীর বাজারে আগুনে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই সুযোগে স্হানীয় কয়েকজন দোকানদার সরকারি অনুমতি ছাড়াই গাছটি কেটে ফেলেন।
ফটিকছড়ি উপজেলা পরিবেশ সাংবাদিক সমিতির সভাপতি মোঃ সোলাইমান আকাশ বলেন শতবর্ষী গাছ কাটার মত পরিবেশ বিধ্বংসী কাজ কোনো মতেই মেনে নেওয়া যায় না। জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। সওজ এই দায়ভার কোনো ভাবে এড়াতে পারে না। কেন এখনো মামলা হয়নি তা সবাই জানতে চাই।
এ ঘটনার পর ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ নজরুল ইসলাম ও সওজের কর্মকর্তারা ঘটনাস্থলে জান।
সহকারী কমিশনার মোহাম্মদ নজরুল ইসলাম বলেন ” ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করেছি। এটি জদ্ধ করে সওজের কর্মকর্তাদের বুঝিয়ে দিয়েছি। তারা গাছটি তাদের হেফাজত নিয়ে নিয়মিত মামলা দায়ের করবে।
জদ্ধ করা গাছের খণ্ডগুলো স্হানীয় ইউপি চেয়ারম্যান এইচ,এম,এ শাহজান চৌধুরী শিপনের জিম্নায়া দেওয়া হয়েছে। শাহজাহান চৌধুরী শিপন ” আমার হেফাজতের থাকা গাছের খণ্ডগুলো পরিষদে জমা আছে।
পুলিশ চাইলে মামলার আলামত হিসাবে সংগ্রহ করে নিতে পারেন। তবে গাছ কাটার ২দিন পরও মামলা না করাই সওজ কর্তৃপক্ষের ভুমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, বিষয়টি স্হানীয় ভাবে মিমাংসা চেষ্টা চালায়।সওজ কর্তৃপক্ষ ধীর গতিতে এগোচ্ছে। এবিষয়ে জানতে চাইলে ফটিকছড়ি উপজেলার অতিরিক্ত সওজের উপবিভাগীয় উপ-প্রকৌশলা (এসডি)মোঃফরহাদন বলেন সড়কটি বিশেষ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আমরা গাফিলতি করছি না। এটি নিয়ে ভুজপুর থানায় একটি অভিযোগ দেওয়ার চেষ্টা করছি।