মোঃ জাবেদ আহমেদ জীবন
ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের ওয়ারুক গ্রামে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। প্রবাসে ফিরে যাওয়ার আগের রাতে বজ্রপাতে মারা গেলেন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মোছাঃ সানজিদা বেগম (২৪)। স্বামী আল-আমিনের প্রবাসযাত্রার আনন্দময় প্রস্তুতি মুহূর্তেই পরিণত হয় নিঃসীম শোক ও বিষাদে।
জানা গেছে, আল-আমিন দীর্ঘ ছয় মাসের ছুটি কাটিয়ে বৃহস্পতিবার সকালে পুনরায় দুবাই ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বাড়িতে আত্মীয়-স্বজন, প্রতিবেশী—সবাই মিলে তাকে বিদায় জানানোর প্রস্তুতিতে ব্যস্ত ছিল। হাসি-আনন্দে ভরে উঠেছিল বাড়ির আঙিনা।
কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—বুধবার সন্ধ্যায় বাড়ির আঙিনায় খড় আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারান সানজিদা। তার কোলেই ছিল অনাগত একটি জীবন। মুহূর্তেই নিস্তব্ধ হয়ে যায় আনন্দঘন পরিবেশ। কান্নায় ভেঙে পড়ে পরিবারের প্রতিটি সদস্য। স্বামী আল-আমিন স্ত্রীর নিথর দেহ বুকে জড়িয়ে হাউমাউ করে কাঁদতে থাকেন।
নিহতের বড় ঝা আকলিমা জানান, সবাইকে খাইয়ে বিদায় জানানো হচ্ছিলো। কে জানত, সেই বিদায়ের আগে এমন ভয়াবহ বিদায় আসবে আমাদের কপালে!
নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, ঘটনার খবর পেয়েছি। এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরী বলেন, পরিবার থেকে আবেদন পেলে সরকারি সহায়তা প্রদান করা হবে।
একটি পরিবার, একটি স্বপ্ন আর একটি অনাগত জীবন—সব কিছু যেন এক মর্মান্তিক বজ্রপাতে থেমে গেল। এই মৃত্যু শুধু একটি প্রাণের অবসান নয়, এক অপূর্ণ গল্পের হঠাৎ ছেঁটে যাওয়া শেষ অধ্যায়।