ঢাকাশুক্রবার , ২ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

হঠাৎ এসি বাসের বারতি ভাড়া আদায় জানতে চাইলে পুরনো নোটিশ দেখাচ্ছেন

Link Copied!

ফটিকছড়ি উপজেলা থেকে (বিবিরহাট বাসস্ট্যান্ড)চট্টগ্রাম শহর মুখি এসি বাস চালু করা হয়েছিল ২৪ মে ২০২২ সালে ভাড়া নির্ধারণ করা হয় ৮০ টাকা। পরবর্তী ২০২৩ সালে তেলের দাম বৃদ্ধির করেন ৮০ টাকার বিপরীতে ১০০ টাকা নির্ধারিণ করা হয়। তখন থেকে নিয়মিত ১০০টাকা নিয়ে এসি বাস চলাচল করে। ২০২৪ সালে ৫ আগস্ট সরকার পরিবর্তন হলে এসি বাস বন্ধ করে দেয়। আবার জনগণের দাবি মুখে চালু করা হয়।
আজ(০২ মে) হঠাৎ এসি বাসের ভাড়া ১০ টাকা বৃদ্ধি করে। জে এম তৌহিদসহ আরও কয়েকজন যাত্রীদের নিকট বারিত ভাড়া দাবি করেন। তখন তারা প্রতিবাদ করলে তাদের হাতে নোটিশ দেখাচ্ছেন। তারা সামাজিক যোগাযোগ ফেইসবুকে স্ট্যাটাসও দিয়েছে। তৎক্ষনাৎ সরজমিনে গিয়ে দেখা যায় ২৮ এপ্রিল ২০২৫ সালের একটি নোটিশ দেখাচ্ছেন। এই ব্যাপারে কাউটারের নিকট জানতে চাইলে তিনি বলেন সমিতির সাধারণ সম্পাদক ভাল জানেন। চট্টগ্রাম -নাজিরহাট,ফটিকছড়ি- খাগড়াছড়ি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক খানের সাথে মুটোফোনে যাগাযোগ করতে চাইল তাকেঁ পাওয়া যায়নি।এ ব্যাপারে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক চৌধুরীর নিকট জানতে চাইলে তিনি বলেন আমি আপনার নিকট শুনেছে তবে তদন্ত করে ব্যবস্হা নিব।