আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের উদ্দ্যেগে চট্টগ্রাম লালদিঘী চত্বরে মাওলানা রইস উদ্দিনের মৃত্যুর প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা সৈয়দ মোহাম্মদ অছিয় উর রহমানের সভাপতিত্বে বিকেল তিন টায় অনুষ্ঠিত হয়, এতে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ মহি উদ্দিন হালিম, অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জয়নুল আবেদীন জুবায়ের, অধ্যক্ষ আবুল ফরাহ মোহাম্মদ ফরিদ উদ্দিন, শায়খুল হাদীস মাওলানা কাজী মোঃ মঈন উদ্দিন আশরাফী,অধ্যক্ষ ইব্রাহিম আখতারী,এডঃ আবু নাছের তালুকদার, মোহাম্মদ সোলাইমান ফরিদ, মোঃ মুজিবুল হক শাকুর,এম,এ,সবুর,পীরজাদা গোলাম মোহাম্মদ আশরাফ, মাওলানা মোহাম্মদ আশরাফুজ্জামা, যুব নেতা ফরিদুল ইসলাম।উপস্হিত ছিলেন মীর মুনিরীয়া দরবার শরীফের বড় শাহজাদা আলহাজ্ব মাওলানা কাজী মোঃ আবু জাফর মুনিরী, তেলপারাই দরবার শরীফের বড় শাহজাদা আলহাজ্ব মাওলানা মছিহ উদ দৌলাহ,অধ্যক্ষ জসিম উদ্দিন তৈয়বী অধ্যাপক সৈয়দ হাফেজ আহমদ প্রমুখ।বক্তারা বলেন আমরা বৈষম্য হীন বাংলাদেশ চেয়েছিলাম। কিন্তু পেয়েছি বৈষম্য মুলক বাংলাদেশ। শহীদ মাওলানা মোহাম্মদ রইস উদ্দিনের হত্যার মামলা নিয়ে এখনো টালবাহানা করছে। খুনিরা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার করে বিচারের ব্যবস্হ করা না হলে বৃহত্তর আন্দোলনের হুসিয়ারী উচ্চারণ করেন এবং আগামী ৫ মে সারাদেশে সড়ক অবরোধের ঘোষণা দেন।সমাবেশের শেষে লালদিঘীর চত্বর থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট চত্বরে এসে মাওলানা মোহাম্মদ রইস উদ্দিন আত্নার মাগফিরাত কামনা করে মুনাজাতের মাধ্যমে সমাপ্তি হয়।