ঢাকারবিবার , ৪ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীতে চরমপন্থী নেতা সুশিল হত্যা মামলার এক আসামী গ্রেপ্তার

Link Copied!

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে চরমপন্থী নেতা সুশিল হত্যার মামলার আসামী মোঃ রুবেল শেখ (২৭) কে গ্রেপ্তার করেছে। রুবেল গোয়ালন্দ উপজেলার রাখালগাছি গ্রামের মোঃ তোফসের আলী শেখের ছেলে।

রবিবার (০৪ মে) সকাল ৮টার সময় মানিকগঞ্জ জেলার শিবলায় থানার পাটুরিয়া ঘাটের মাছ বাজার হতে তাকে গ্রেপ্তার করে।

থানা সুত্রে জানাগেছে, গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে গোয়ালন্দ উপজেলার কাটাখালী এলাকার ইমদাদুলের চায়ের দোকানের পাশে গোয়ালন্দ ঘাট থানার ভোট ভাকলা ইউনিয়নের কেউটিল গ্রামের মনিন্দ্রনাথ সরকারের ছেলে ও চরমপন্থি নেতা সুশিল কুমার সরকার (৫৮) কে কুপিয়ে ও গুলি করে। তাকে ডেকে নিয়ে পাশেই চরমপন্থিরা অভ্যন্তরিন কোন্দলের জের ধরে তাকে গলায় কুপিয়ে ও এলোপাথারী গুলি করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে সন্ধ্যা ৭টার দিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানায় ওইদিন রাতেই অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন নিহতের ভাই সুনিল কুমার সরকার।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাকিবুল ইসলাম বলেন, রবিবার সকাল ৮টার সময় থানার এসআই মোঃ নাজিম উদ্দীন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ মানিকগঞ্জ জেলার শিবলায় থানার পাটুরিয়া ঘাটের মাছ বাজার থেকে সন্দিগ্ধ আসামী মোঃ রুবেল শেখকে গ্রেপ্তার করে। তাকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।