ঢাকাসোমবার , ৫ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়িতে আহলে সুন্নাত ওয়াল জামাতের শান্তিপূর্ণভাবে অবরোধ পালিত

Link Copied!

নুরুল আবছার নূরী

আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ বৃহত্তর ফটিকছড়ি উপজেলা উদ্দ্যেগে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘন্টা অবরোধ কর্মসূচি পালন করেন।
বাংলাদেশ ইসলামি ছাত্র সেনা, ইসলামি ছাত্র সেনা, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইসলামি ফ্রন্ট, যুব সেনা, যুব ফ্রন্ট বাংলাদেশ, গাউছিয়া কমিটি বাংলাদেশ ও ছুফি মতাদর্শ সুন্নি সংগঠন সার্বিক ব্যবস্থাপনায় এই অবরোধ কর্মসূচি পালন করেন। ফটিকছড়ি বিবিরহাট, বারৈয়ারহাট, নাজিরহাট ঝংকার মোড় টায়ার জালিয়ে সকাল ৯টায় এই কর্মসূচি শুরু করেন। নাজিরহাট ঝংকার মোড় বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ ছালাহ উদ্দিন, মাওলানা মোহাম্মদ তছলিম উদ্দিন আল-কাদেরী মাওলানা মুরশেদ রেজা কাদেরী,ছাত্র নেতা আবদুল কাদের, মোহাম্মদ এমরান, বারৈয়ারহাট চৌরাস্তা মাথায় অবরোধে বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ, ফ্রন্ট নেতা মোঃ জয়নাল আবেদীন, বিবিরহাট বাসস্ট্যান্ড চত্বরে বক্তব্য রাখেন ফটিকছড়ি পৌরসভার সাবেক কাউন্সিলর মাওলানা মোহাম্মদ এহসানুল করিম, ফ্রন্ট নেতা এডঃ হামিদুল্লাহ, হাবিবুল ইসলাম ভূইয়া, অধ্যাপক মোঃ মহি উদ্দিন, মোহাম্মদ মিজান, প্রমুখ। বক্তব্য বলেন গত ২৬ এপ্রিল ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের কর্তৃক আয়োজিত ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন সমাবেশ যোগদান শেষে ২৭ এপ্রিল গাজীপুর এক মসজিদের ঈমাম,বাংলাদেশ ইসলামি ছাত্র সেনার সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ রইস উদ্দিনকে পূর্ব কল্পিত ভাবে নির্যাতন করে অসুস্থ অবস্থায় পুলিশ ভেনে করে নিয়ে যাওয়ার সময় অন্তিম শষ্যায়ে পানি না দিয়ে নির্মম ভাবে হত্যা করে। যারা খুনের সাথে জরিত তাদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেন। বক্তারা আরও বলেন আগামী ২৪ ঘন্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় না আনলে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।