ঢাকাবুধবার , ৭ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় আগ্নেয়াস্ত্র গুলি সহ যৌথ বাহিনীর অভিযানে ৩ সন্ত্রাসী গ্রেফতার :

Link Copied!

মো: তৌহিদ উদ্দিন শেখ খুলনা জেলা প্রতিনিধি:

খুলনার বটিয়াঘাটা উপজেলয় গোপন তথ্যের ভিত্তিতে সেনা অভিযানে অস্ত্র এবং বিদেশি মদ ও অন্যান্য সামগ্রী সহ আসামি গ্রেফতার গোপন সংবাদের ভিত্তিতে রাইংগামারি চক্রাখালী আকবর আলীর হাঁসের খামার বাড়ি নামক স্থান হতে সেনা এবং পুলিশের যৌথ অভিযানে বিদেশি রিভলবার, গুলি, ওয়ান স্যুটার গান, ওয়ান স্যুটার গানের তাজা গুলি, দেশীয় অস্ত্র,১ কেজি গান পাউডার, টাস মোবাইল, বাটন মোবাইল, পাওয়ার ব্যাংক, একাধিক বিদেশি মদের বোতল, হাত ঘড়ি মোটরসাইকেল এবং নগদ অর্থ ৮,৬০০ টাকা সহ খুলনা জেলার কুখ্যাত সন্ত্রাসী কালা তুহিন ও তার দুই জন সহযোগী সহ যৌথ বাহিনী গ্রেফতার করতে সক্ষম হয়।আসামিরা হলেন১| মোঃ তাওহীদ বিশ্বাস ওরফে কালা তুহিন ৩৪পিতা মৃত আব্দুর সাত্তার বিশ্বাস সাং বড় দক্ষিণ পাড়া পোস্টঃ সোহা গ্রাম থানাঃ কোটালীপাড়া জেলাঃ গোপালগঞ্জ২| কে এম মিজানুর রহমান সুজন ৪৫পিতাঃ জালাল উদ্দিন সাং পশ্চিম টুটপাড়া প্রাইমারি স্কুল রোড থানাঃ খুলনা জেলাঃ খুলনা৩| মোঃ হাবিব ৩০পিতাঃ আব্দুল হালিম সাং শেখপাড়া বাংগালী বাড়ি থানাঃ খুলনা জেলাঃ খুলনা। উক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে সোনাডাঙ্গা এবং খুলনা সদর থানায় ১২ – ১৫ টি হত্যা এবং চাঁদাবাজি মামলা রয়েছে।আসামিদেরকে অস্ত্র গুলি এবং অন্যান্য সামগ্রী সহ বটিয়াঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।