ঢাকাবৃহস্পতিবার , ৮ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুর বিআরটিএ অফিসে দুদকের অভিযান পরিচালিত

মাসুদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি
মে ৮, ২০২৫ ১২:১২ পূর্বাহ্ণ
Link Copied!

মাসুদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি
৭ মে বুধবার ২০২৫ দুপুরে এই অভিযান চালানো হয়। অভিযানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সাথে সম্পৃক্ত থাকা অপরাধের ফারুক কম্পিউটার এর স্বত্বাধিকারী ৪ দিনের জেল প্রদান করা হয়। সেই সাথে বিআরটিএর অফিসের কর্মকর্তাদের বিভিন্ন অনিয়ম কার্যক্রমের বিষয় নিয়ে সতর্ক থেকে অফিসের সকল কার্যক্রম পরিচালনার নির্দেশ প্রদান করা হয়।দুদক দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয় সহকারী পরিচালক নুর আলম বলেন, ‘আজ বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নিচতলায় বিআরটিএ কার্যালয়ে আকস্মিক অভিযান চালানো হয়। এ সময় দুদকের স্টাফরা সিভিলে বিআরটিএ অফিসে পর্যবেহ্মন করেন। তারা বিভিন্ন সময় এখানে লাইসেন্স করতে আসাদের কাছ অভিযোগ পান যে দিনাজপুর বিআরটিএ অফিসে লাইসেন্স করতে ২০০০ টাকা থেকে ৩০০০ টাকা বেশী দেওয়া লাগে না দিলে কোন কাজ হয় না। তারা এখান থেকে ৩ জন দালালকে আটক করেন।

দালালদের সঙ্গে বিআরটিএ’র কর্মকর্তাদের যোগসাজেশ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি ঢাকা কেন্দ্রীয় অফিসকে অবহিত করা হবে। সেখান থেকে নির্দেশনানুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এই দুদক কর্মকর্তা।