ঢাকাবৃহস্পতিবার , ৮ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নিকলীতে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভেকুর মালিককে ১ লক্ষ টাকা জরিমানা

Link Copied!

জয়দেব আচার্য্য নিকলী  (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে সে‌লিম না‌মের এক ভেকুর মালিককে ১ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৬ টায় নিকলী উপজেলার সদর  ইউনিয়নের অফিস পাড়া (কেশব পুর)গ্রামে  অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  প্রতীক দত্ত।
অভিযানে দেখা যায়, সরকারি খাল ও কৃষিজমি থেকে ভেকু মেশিন দ্বারা অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। এ অপরাধে ভেকুর মালিককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট প্রতীক দত্ত জানান, এভাবে মাটি কেটে পরিবেশের ক্ষতি করা ও সরকারি সম্পদের অপব্যবহার কোনোভাবেই  করতে দেওয়া হবে না। এই রকম অভিযান চলমান থাকবে,

এ সময় নিকলী থানার পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটা চলছিল। প্রশাসনের হস্তক্ষেপে তারা স্বস্তি প্রকাশ করেছেন।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।জয়দেব আচার্য্য নিকলী প্রতিনিধি ০১৭১০৭৫৫১২০।।।।