জয়দেব আচার্য্য নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে সেলিম নামের এক ভেকুর মালিককে ১ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৬ টায় নিকলী উপজেলার সদর ইউনিয়নের অফিস পাড়া (কেশব পুর)গ্রামে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত।
অভিযানে দেখা যায়, সরকারি খাল ও কৃষিজমি থেকে ভেকু মেশিন দ্বারা অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। এ অপরাধে ভেকুর মালিককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট প্রতীক দত্ত জানান, এভাবে মাটি কেটে পরিবেশের ক্ষতি করা ও সরকারি সম্পদের অপব্যবহার কোনোভাবেই করতে দেওয়া হবে না। এই রকম অভিযান চলমান থাকবে,
এ সময় নিকলী থানার পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটা চলছিল। প্রশাসনের হস্তক্ষেপে তারা স্বস্তি প্রকাশ করেছেন।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।জয়দেব আচার্য্য নিকলী প্রতিনিধি ০১৭১০৭৫৫১২০।।।।