ঢাকাশুক্রবার , ৯ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা নাভানা হসপিটালে স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা

মোঃ আবদুল আউয়াল সরকার,কুমিল্লা
মে ৯, ২০২৫ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নাভানা হসপিটাল (প্রাঃ) লিঃ এর পরিচালনা পর্ষদের উদ্যোগে স্টাফদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯মে২০২৫ খ্রিঃ) সকালে কুমিল্লা মহানগরীর ঝাউতলায় জামান’স ওয়ালিদাহ প্যালেসে” কুমিল্লা নাভানা হসপিটাল (প্রাঃ) লিঃ” এর ২য় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল আউয়াল সরকার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,
সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোঃ জসিম উদ্দিন শিমুল,
ভাইস চেয়ারম্যান গোলাম মোস্তফা,অর্থ পরিচালক মোঃ তারেক বিন ওয়ালী, নির্বাহী পরিচালক মোঃ জহিরুল ইসলাম, নির্বাহী পরিচালক মোঃ কবির আহমদ,মোঃ হাবিবুর রহমান,মোঃ আব্দুল কাদের।

এসময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাঃ মোঃ অলি উল্লাহসহ প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল আউয়াল সরকার বলেন,রোগীর সেবাতেই নিহিত রয়েছে জীবনের সত্যিকারের সুখ। জীবনে সুখ পাওয়ার জন্য আমরা সমগ্র জীবন সংগ্রাম করে চলছি। কিন্তু সত্যিকারের সুখ খুঁজে পাওয়া কঠিন। তবে চিকিৎসা পেশার সাথে সংশ্লিষ্ট চিকিৎসক, কর্মকর্তা, নার্স, কর্মচারী, ক্লিনার সকলেই রোগীকে সেবা প্রদানের মাধ্যমে সহজেই সে সুখ খুঁজে পেতে পারেন।চিকিৎসক,নার্স,আয়াসহ সবাইকেই রোগীদের সাথে ভালো ব্যবহার ও হাসি মুখে কথা বলতে হবে।

এসময় বক্তারা আরো বলেন, দেশ ও জাতির প্রতি একটা সেবার মনোভাব নিয়ে নিজের দায়িত্ব-কর্তব্য পালন করতে হবে। মানুষের জন্য কাজ করতে হবে। তাই চিকিৎসা পেশার সাথে যারাই জড়িত তাদের বুকের ভেতর যত কষ্টই থাক, হাসি মুখে রোগীকে সেবা দিতে হবে।