ঢাকাশনিবার , ১০ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

খোকসায় আরসির বোতলে রাখা বিষাক্ত ওষুধ পান করে নাইটগার্ডের মর্মান্তিক মৃত্যু

Link Copied!

মোঃ নুর আলম পাপ্পুঃ

কুষ্টিয়া প্রতিনিধিঃ

কুষ্টিয়ার খোকসা উপজেলার একতারপুর গ্রামে বিষাক্ত ঘাস মারা ওষুধ ভুলবশত পান করে মো. ইউনুস আলী (৪৫) নামে এক নাইটগার্ডের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ইউনুস একতারপুর পল্লি বিদ্যুৎ সাব-স্টেশনের রাত্রিকালীন প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ মে ২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ৮ টার দিকে একতারপুর বাজারের সোনালী ব্যাংকের সামনে সাব-স্টেশনের একটি টেকনিশিয়ানের ভ্যানে রাখা আরসির বোতলে রাখা বিষাক্ত ওষুধকে কোমল পানীয় ভেবে ভুল করে পান করেন ইউনুস। ওষুধটি ওইদিন বিকেলে সাব-স্টেশনের চারপাশে ঘাস পরিষ্কারের উদ্দেশ্যে আরসির বোতলে ভরে আনা হয়েছিল।

ঘটনার পরপরই অসুস্থ অবস্থায় স্থানীয়রা তাকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। দীর্ঘ চিকিৎসাধীন অবস্থার পর ৯ মে রাত ১০ টার দিকে ইউনুস আলী মারা যান।

ঢাকা শাহবাগ থানার পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়। এ ঘটনায় খোকসা থানায় একটি অপমৃত্যু মামলা (নম্বর-১২, তারিখ: ১০/০৫/২৫) দায়ের করেছেন নিহতের ভাই মো. রুহুল আমিন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মতে, বিষাক্ত দ্রব্যাদি সংরক্ষণ ও পরিবহনে সচেতনতা না থাকায় এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটছে।