তরফদার মামুন,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের নির্বাহী সংসদের উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক সঞ্জয় পাশী জয়কে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১১ মে) বিকেলে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে ভানুগাছ রোডে অবস্থিত গ্র্যান্ড সুলতান রিসোর্ট সংলগ্ন একটি দোকান থেকে আটক করা হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সঞ্জয় পাশী জয়ের বিরুদ্ধে কুলাউড়া থানায় একটি মামলা রয়েছে।
তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত সঞ্জয় পাশীকে কুলাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
এই ঘটনায় এলাকায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।