সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
১২ মে ২০২৫
সীমান্ত চোরাচালানে আধিপত্য বিস্তার নিয়ে জোড়া হত্যাকাণ্ডের জেরে ঝিনাইদহের মহেশপুরে প্রতিপক্ষের গুলিতে ইব্রাহিম (৩৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।
রোববার রাত ৯টার দিকে মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ইব্রাহিম মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। আহত যুবককে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাঘাডাঙ্গা গ্রামের ইউপি সদস্য ওবায়দুল ইসলাম ও আহত যুবকের স্বজনরা জানান, রাত ৯টার দিকে ইব্রাহিম বাড়ির পাশে রাস্তায় দাঁড়িয়েছিল। এ সময় প্রতিপক্ষের রফিকুল ইসলাম রাফি ও চঞ্চল মিয়া তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে ইব্রাহিম গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা থানায় খবর দিলে মহেশপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ইব্রাহিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ২৪ জানুয়ারি সীমান্তে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে চোরাচালান সিন্ডিকেটের দুই সদস্য শামিম হোসেন ও তার ভাতিজা মন্টু মিয়াকে গুলি করে হত্যা করে প্রতিপক্ষ। চাঞ্চল্যকর জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় বাঘাডাঙ্গা কল্যাণপাড়া গ্রামের তরিকুল ইসলাম আকালে ও ইব্রাহিমসহ কয়েকজনের নামে হত্যা মামলা দায়ের করেন নিহতদের পরিবার। মামলার পর থেকে তরিকুল ইসলাম আকালে পলাতক রয়েছেন। তবে হত্যা মামলার আসামি ইব্রাহিম দুই মাস আগে জামিন পেয়ে কারামুক্ত হন। এরপর থেকে তিনি গ্রামেই বসবাস করছিলেন।
রোববার রাত ৯টার দিকে ইব্রাহিম বাড়ির পাশে রাস্তায় দাঁড়িয়েছিলেন। এ সময় গুলি চালায় রফিকুল ইসলাম রাফি ও চঞ্চল মিয়া। রফিকুল ইসলাম রাফি গত বছরের চাঞ্চল্যকর জোড়া হত্যাকাণ্ডের শিকার শামিম হোসেনের ভাই ও মন্টু মিয়ার চাচা।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, গুলিবিদ্ধ ইব্রাহিমকে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে সেখান থেকে তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেছেন চিকিৎসক। অভিযুক্তরা পলাতক রয়েছেন। তাদের আটক করতে অভিযান শুরু করেছে পুলিশ।