নুরুল আবছার নূরী চট্টগ্রাম ফটিকছড়ি প্রতিনিধি:
এবার বাংলাদেশ বেতার চট্টগ্রামের (আঞ্চলিক ও পল্লীগীতি)’র কন্ঠস্বর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তালিকাভূক্ত শিল্পী হলেন ফটিকছড়ির জনপ্রিয় সংগীত শিল্পী জিয়া উদ্দীন বাদশা। তিনি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভাধীন ৮ নং ওয়ার্ডের খাস মোহাম্মদ তালুকদার বাড়ীর নজির আহমদের চতুর্থ সন্তান।
জিয়া উদ্দীন বাদশা; দীর্ঘ সময় ধরে দেশ এবং বিদেশের মাটিতে বিভিন্ন পরিমন্ডলে আধুনিক, আঞ্চলিক, মাইজভান্ডারী, মরমী ও লোক সংগীত গেয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন। স্টেইজ শো বাদশার নিয়মিত পারফরম্যান্সের অংশ৷ এছাড়াও জিয়া উদ্দীন বাদশার স্বকন্ঠে গাওয়া বিভিন্ন গানের এ্যালমাব রিলিজ হয়।
এর আগে বাদশা বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের নিয়মিত শিল্পী হিসেবে তালিকাভূক্ত হন।