তরফদার মামুন,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গিয়াস উদ্দিন নামে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (১৯ মে) রাতের অভিযানে মৌলভীবাজার সদর মডেল থানার এএসআই রানা ও এএসআই সাইদুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ মৌলভীবাজার শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে শহরের একটি নির্দিষ্ট স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত গিয়াস উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার একটি মাদক মামলায় আদালতের রায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত। মামলায় অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাকে এই দণ্ড দেন।
গিয়াস উদ্দিন মৌলভীবাজার সদর উপজেলার দিশালোক গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র। দীর্ঘদিন পলাতক থাকার পর পুলিশের কৌশলী অভিযানে তাকে আইনের আওতায় আনা সম্ভব হয়।
মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে।