ঢাকামঙ্গলবার , ২০ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারে ট্রেইনি কনস্টেবল নিয়োগে লিখিত পরীক্ষা সম্পন্ন

Link Copied!

তরফদার মামুন:মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার, ২০ মে:
আজ মঙ্গলবার সকাল ১০টায় মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্সে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে অনুষ্ঠিত হয়েছে। দুটি কেন্দ্রে আয়োজিত দেড় ঘণ্টাব্যাপী এই পরীক্ষায় অংশগ্রহণ করেন প্রাথমিক বাছাইপর্বে উত্তীর্ণ ২৭৪ জন প্রার্থী।

নিয়োগ পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শন করেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা। পরীক্ষার পরিবেশ পর্যবেক্ষণ শেষে তিনি প্রার্থীদেরকে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

পুলিশ সুপার বলেন,এই চাকরিতে শুধু মেধা ও যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ হবে। কোনো ব্যক্তি, রাজনৈতিক নেতা বা পুলিশ সদস্য যদি অর্থ দাবি করে, তাহলে সরাসরি আমার মোবাইল নম্বরে যোগাযোগ করে জানান।”

তিনি আরও সতর্ক করেন, যেন প্রার্থীরা কোনো প্রতারক চক্রের প্রলোভনে না পড়ে এবং আত্মবিশ্বাসের সঙ্গে চূড়ান্ত ধাপে অংশগ্রহণ করে।

লিখিত পরীক্ষার কেন্দ্রে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ) মোহাম্মদ আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সিলেট) মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।

উল্লেখ্য, আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে নিয়োগ প্রক্রিয়ার সর্বশেষ ধাপ – মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা। সেদিনই প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।