ঢাকাবৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাঘাইছড়িতে ছাত্র কল্যাণ ফোরামের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

admin
জুন ২৬, ২০২৫ ২:১২ পূর্বাহ্ণ
Link Copied!

হাসান আলী, বাঘাইছড়ি প্রতিনিধি:

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লকে “মুসলিম ব্লক ছাত্র কল্যাণ ফোরাম”-এর উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার (২৫ জুন) বিকেল সাড়ে ৫টায় মুসলিম ব্লক এলাকার কৃতি সন্তান ও দুবাই প্রবাসী মোঃ ওমর ফারুকের সার্বিক সহযোগিতায় সংগঠনের ১৫ জন সদস্য ও এইচএসসি পরীক্ষার্থীর হাতে এসব উপকরণ তুলে দেওয়া হয়।
শিক্ষা সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বাঘাইছড়ি বায়তুশ শরফ মাদ্রাসার শিক্ষক নুর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মোঃ হোসাইন আহমেদ সাজু, আবু সৈয়দ এম হাশিম স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ কুতুব উদ্দিন, ছাত্র কল্যাণ ফোরামের সাবেক সভাপতি মোঃ মোক্তার হোসেন সোহেল এবং সংগঠনের সদস্য মোঃ মাসুম রানা সহ আরও অনেকে।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ পরীক্ষার্থীদের উদ্দেশে বলেন, “পরীক্ষার সময় ধৈর্য ও মনোযোগ বজায় রেখে প্রশ্নপত্র ভালোভাবে পড়ে উত্তর দেবে। তোমাদের লক্ষ্য হবে ভালো ফল করে উচ্চশিক্ষা অর্জন এবং পরিবার ও এলাকার সম্মান বৃদ্ধি করা।”
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত পরীক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও আত্মবিশ্বাস জোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।