নুরুল আবছার নূরী,ফটিকছড়ি,চট্টগ্রাম:
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা সারা দেশের ন্যায় অনুষ্ঠব্য এইচ এস,এসি ভোকেশনাল পরীক্ষা শুরু হয়েছে।
ফটিকছড়িতে চারটি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১৮৪০ জন।
তমধ্যে ফটিকছড়ি সরকারি ডিগ্রি কলেজে ৬৫৫ জন,নানুপুর লায়লা কবির ডিগ্রী কলেজে ৮০৬ জন,নাজিরহাট জামেয়া মিল্লিয়া কামিল এম এ মাদ্রাসায় ২৯৯ জন ফটিকছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে (ভোকেশনাল)৭৯৯ জন পরীক্ষার্থী পরীক্ষার্থী ছিল। প্রথম দিন উপস্থিত ছিল ১৮০৯ জন। ৪ কেন্দ্রে অনুপস্থিতি ছিল ৩১ জন।
ফটিকছড়ি ডিগ্রি কলেজে উপস্থিতি ছিল ৬৪৫,নানুপুর ৭৯৯জন,জামেয়া আহমদিয়া মিল্লিয়া কামিল এম এ মাদ্রাসা উপস্থিত ছিল ২৯৪ জন, ফটিকছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে (ভোকেশনাল) ৭৯ জন।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবেই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন বাকি পরীক্ষা গুলো ও সুষ্ঠ ও শান্তি পূর্ণ ভাবে সুসম্পুর্ণ হবে।