ঢাকারবিবার , ২৯ জুন ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বালিয়াকান্দিতে শিক্ষার্থী ধর্ষণের শালিসে শিক্ষকের ৩০ হাজার টাকা জরিমানা মহিলা মাদ্রাসার কার্যক্রম বন্ধ ঘোষণা

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি
জুন ২৯, ২০২৫ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আমিরুল হক,রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দিতে এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ অভিযোগে মাদ্রাসার পরিচালককে গ্রাম্য শালিসে ৩০ হাজার টাকা জরিমানা ও মাদ্রাসার কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে।

শনিবার (২৮ জুন) দুপুরে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের মধুপুর গ্রামে তালিমূল কোরআন মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, মাদ্রাসা শিক্ষক পরিচালক মধুপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে শরিফুল ইসলাম মিলন মাদ্রাসার এক ছাত্রীকে ধর্ষণ করে। এ অভিযোগে শনিবার দুপুরে নারুয়া লিয়াকত আলী স্মৃতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইদ্রিস আলী, জামির হোসেন সহ গ্রামবাসী এক শালিসী বৈঠকে বসে। ওই শালিসে অভিযুক্ত মাদ্রাসার পরিচালক শরিফুল ইসলাম মিলনকে ৩০ হাজার টাকা জরিমানা করে এবং মাদ্রাসার কার্যক্রম বন্ধ ঘোষণা করেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে।

নারুয়া লিয়াকত আলী স্মৃতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইদ্রিস আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শালিসে শর্ত সাপেক্ষেকে আমি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ছিল। কিছু সত্বের বিনিময়ে বিষয়টি আপোষ মিমাংসা করা হয়েছে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন বলেন, এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।