শরিফুল ইসলাম সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
সাতক্ষীরা, শ্যামনগরে, প্রকাশ্য দাপিয়ে বেড়াচ্ছে জুলাই আন্দোলনের ছাত্রদের বিরুদ্ধে প্রকাশ্য হুমকিদাতা ও নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী আমিনুর সানা পিতা মৃত বেলায়েত সানা
তিনি নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সাতক্ষীরা ৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এর আর্থিক যোগান দাতা ও উপজেলা পরিষদের সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের প্রচার প্রচারণা সম্পাদক প্রভাষক সাইদুজ্জামান সাঈদের একান্ত সহযোগী এলাকায় খোঁজ নিয়ে দেখা গেছে তিনি ক্ষমতার প্রভাব খাটিয়ে একাধিক মানুষের জায়গা জমি আত্মসাৎ ও চাকরির প্রলোভন দেখিয়ে বাগিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা এবং বিভিন্ন কৌশলে অনৈতিকভাবে টাকা আত্মসাৎ করে। এবং টাকা চাইতে গেলে প্রাণনাশের হুমকি দেয় এলাকাবাসী বলেন আটুলিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুর সানা । সবুর ঢালীর সহযোগিতা জায়গা জমি দখলের বর্ণনা।
১. এই আবেনূর সানারা একই মায়ের ৭ ভাই। সে সুবাদে তারা এই ছোট্ট এলাকায় ” বনগাঁয়ে বিড়াল রাজা” সেজে ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে।
২. তাদের পিতা মৃ. বেলাত সানা ভিটা-সহ ৪ বিঘা জমির মালিক। কিন্তু সেখানে সে ১০ বিঘা বিক্রি করেছে এবং এখনও তারা এই ৭ ছেলেরা মিলে ১১০/১৫ বিঘা জমি জবর দখল করে আত্মসাৎ করে খাচ্ছে।
৩. যেমনঃ
★ মতিয়ার গাজীদের -৮০ বিঘা
★ সমসের মাস্টার -০৪ বিঘা
★ আলমগীর -০৫ বিঘা
★ শাজান মাস্টার -০৪ বিঘা
★ শেখ মুজাহিদ -০৩ বিঘা
★ মাদ্রাসার – ০২ বিঘা
★ হাশেম আলী – ০৫ বিঘা
★এসলাম -০৪ বিঘা
★ শওকত সানা – ০১ বিঘা
★ আহাম্মদ ও ছরাফ সানা –
০১ বিঘা
মোট ১০৯ বিঘা এবং আরও অনেকের যেমন –
★আফসারের জমি জবর দখল
করেছে এক ছেলে।
★ছন্নতের জমি জবরদখল
করেছে আর এক ছেলে।
★জানারা ও শামসুরের জমি
দখল করেছে আমিনুর
সানা।
★মজিবরের জমি দখল করেছে
আর এক ছেলে।
★মতিয়ারের ভিটা জবর দখলের
চেষ্টায় লিপ্ত। এলাকাবাসী বলেন আওয়ামী লীগের আমলে রাজত্ব কায়েম করে এখন জামাতের নেতা সৈয়দ কামাল উদ্দিন এর ছত্রছায়া এলাকায় ঘুরে বেড়াচ্ছে।