মোঃ আমির হোসেন নারায়ণগঞ্জ:
“নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৩ বছরের নাবালিকা শিশু’কে অপহরণ ও জোরপূর্বক ধর্ষণের পলাতক আসামী আজিম (২২) সিদ্ধিরগঞ্জ হতে র্যাব-১১ কর্তৃক গ্রেফতার।”
বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার হয়ে আসছে। চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ গত ০৫ আগষ্ট ২০২৪ তারিখ হতে অদ্যবধি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধী ১৩৪ জন, আরসা সদস্য-১৫ জন, হত্যা মামলায় ১৪৩ জন গ্রেফতার, ধর্ষণ মামলায় ৬০ জন গ্রেফতার, অস্ত্র সংক্রান্ত মামলায় ১৯ জন গ্রেফতারসহ ৯২ টি অস্ত্র, ১২৯৩ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং ৩৩৮ জন এর অধিক মাদক কারবারি গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে র্যাব-১১। পাশাপাশি ৫৪ জন অপহরণকারী গ্রেফতারসহ ৬০ জন ভিকটিম উদ্ধার এবং ছিনতাইকারী ও ডাকাত ৬৬ জন, জেল পলাতক ৩৮ জন, প্রতারণার আসামী-১৩ জন সহ অন্যান্য অপরাধী প্রায় ৩৫৬ জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে র্যাব-১১ জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
গত ১৭/৫/২০২৫ইং তারিখে সকাল আনুমানিক ০৭.০০ ঘটিকায় ১৩ বছরের নাবালিকা শিশু ভিকটিম তার বাড়ী হতে দোকানের উদ্দ্যেশে রওনা দেয় এবং শ্বশানের গলি দিয়ে যাওয়ার সময় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার গেদ্দারবাজার তালতলা শ্মশান সংলগ্ন হাফিজুর রহমানের মেচ বাসার সামনে গলির মধ্যে আসামি আজিম ভিকটিমকে ডাক দিয়ে বলে যে কথা আছে শুনে যাও বলে ভিকটিমের সামনে গিয়ে দাড়ায় ভিকটিম চলে যেতে চাইলে সেও যেতে থাকে। শ্মশানের গলিতে মানুষ শুন্য হওয়ার সুযোগে আসামী ভিকটিমকে হাফিজুর রহমানের ম্যাচ বাড়ীর শেষ মাথায় ১ টি রুমের মধ্যে নিয়ে সিটকারী আটকিয়ে দেয়। ভিকটিম ভয় পেয়ে চিল্লা চিল্লি করতে থাকে তখন আসামি একটি চাকু বের করে হুমকী দেয়। যে তার সাথে মেলামেশা না করলে তাকে চাকু দিয়ে আঘাত করে হত্যা করিয় ফেলবে। তখন ভিকটিম জীবন ভয়ে দিশেহারা হয়ে উঠে এই সুযোগে আসামী উক্ত রুমের ফ্লোরে একটি পুরাতন কাঁথা বিছানো ছিল তাহার মধ্যে ভিকটিমকে জোর পূর্বক ঝাপটিয়ে ধরে শুয়ে ফেলে। ভিকটিমের চেয়ে আসামী বয়সে বড় হওয়া, আসামীর শক্তির সাথে ভিকটিম পেরে উঠেনা। ফলে আসামী সম্পূর্ন জোর পূর্বক ভিকটিমের গায়ের জামাকাপড় খুলে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। ভিকটিম ডাক, চিৎকার করিলেও পাশে কোন মানুষ জন না থাকায় এবং উক্ত বাড়ীটি নিরিবিলি ও পরিত্যক্ত বাড়ী হওয়ায় তাৎক্ষনিক কেউ আসেনি। বাদীনি ভিকটিমকে না পেয়ে দিশেহারা হয়ে সর্বশেষ অত্র মেচবাড়ীটি সন্দেহ হলে উক্ত বাড়ীর ভিতরে প্রবেশ করে। ভিকটিমকে ডাকা ডাকি করিতে থাকে এবং সর্বশেষ রুমের দরজাটি আটকানো দেখে সেখানে গিয়ে ভিকটিমের নাম ধরে ডাক দিলে ভিকটিম চিল্লান দিয়ে কান্না করে উঠে। আসামি তাকে বাইরে থেকে আটকিয়ে রেখে পালিয়ে যায়। বাদীনি কান্না শুনতে পেয়ে দ্রুত দরজা খুলে দেন এবং ভিকটিম অসহায় অবস্থায় উক্ত রুম হইতে বের হয়ে আসে। ঘটনাটি এলাকার গন্যমান্য ব্যক্তিদের ডেকে ঘটনাস্থল দেখান ও শুনান। এরই প্রেক্ষিতে ভিকটিমের মা বাদী হয়ে বিজ্ঞ আদালতে এই সংক্রান্তে একটি মামলা দায়ের করেন।
অত্র মামলাটি রুজু হওয়ার পর, মামলার এজাহার নামীয় একমাত্র আসামি আজিমকে গ্রেফতারের জন্যে র্যাব-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় নিজস্ব গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ( ০৩ জুলাই, ২০২৫ ইং তারিখ) রোজ বৃহস্পতিবার বিকাল ১৭:০০ টার সময় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার মৌচাক এলাকা হতে অত্র মামলার এজাহার নামীয় একমাত্র আসামি আজিম, পিতা- হোসেন, সাং-গেদ্দারবাজার, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
গ্রেফতারকৃত আসামি আজিম’কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।