সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি :
বগুড়া আদমদীঘির সান্তাহারে গাঁজাসহ রমজান আলী (৫০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় সান্তাহার ইয়ার্ড কলোনীর জনৈকা রেশমা খাতুনের দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রমজান আলী ইয়ার্ড কলোনী এলাকার ইউনুছ আলীর ছেলে। আদমদীঘি থানা পুলিশ জানায়, গত শুক্রবার সন্ধ্যায় সান্তাহার ইয়ার্ড কলেনাী এলাকায় মাদক বিক্রি হচ্ছে। এমন সংবাদ পেয়ে পুলিশ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে রমজান আলীকে আটক করে তার শরীর তল্লাশি করে ২শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে শনিবার আদালতে পাঠানো হয়েছে।