নুরুল আবছার নূরী,ফটিকছড়ি,চট্টগ্রাম:
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানার হারুয়ালছড়ি ইউনিয়নে তৌহিদুল আনোয়ার হাইস্কুলে এস,এস,সি’২৫ সালের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান বিদ্যালয় অডিটোরিয়ামে আহমদ শামসুল আনোয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান এ,এস,এম কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ডক্টর মোঃ সেলিম রেজা।
প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন সুশিক্ষায় জাতির মেরুদণ্ড। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। মনযোগ দিয়ে লেখা পড়া করে নিজের জীবন ও সমাজকে আলোকিত করা হবে তোমাদের লক্ষ।লেখা পড়া করার সময় মোবাইল ফোন ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। এব্যাপারে অভিভাবককে সর্তক থাকতে হবে ছেলে মেয়েরা কি করছে? কোথায় যাচ্ছে? কার সাথে চলাফিরা করছে তা নজরদ্বারী রাখতে হবে। অন্য তাই অভিভাবকদের এর জন্য জবাবদিহী করতে হবে।

