মো: তৌহিদ উদ্দিন শেখ খুলনা বিভাগীয় প্রতিনিধি :
বাগেরহাট জেলার মোংলায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (৬ অক্টোবর) রাতে দুবাই বাংলাদেশ সিমেন্ট ফ্যাক্টরির সামনে থেকে ৮৮৬ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১০টার দিকে শিল্প এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় দুবাই বাংলাদেশ সিমেন্ট ফ্যাক্টরির প্রধান গেটের সামনে থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী শফিকুল হাওলাদার (২৭)-কে আটক করা হয়। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে কোমরে লুকানো অবস্থায় ৮৮৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক শফিকুল হাওলাদার মোংলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ দিগরাজের বালুর মাঠ এলাকার ইউনুস হাওলাদারের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ওসি মো. আনিসুর রহমান বলেন, কোনো মাদক ব্যবসায়ীই রেহাই পাবে না। গত এক মাসে ১০- ১২ স্পটে মাদকসহ আসামীকে গ্রেফতার করেছি,মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

