ঢাকামঙ্গলবার , ৭ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের সাংবাদিক হত্যার আসামী ইমন ও আশিক গ্রেফতার

admin
অক্টোবর ৭, ২০২৫ ১১:১৬ অপরাহ্ণ
Link Copied!

মো: তৌহিদ উদ্দিন শেখ খুলনা বিভাগীয় প্রতিনিধি:

বাগেরহাটের চঞ্চল্যকর সাংবাদিক এস এম হায়াত উদ্দিন হত্যা মামলার আসামি গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
ডিবির ওসি মো. শরিফুল ইসলামে এর নেতৃত্বে একটি বিশেষ টিম রাজধানীর সাভার আশুলিয়া পল্লী বিদ্যুৎ এলাকা থেকে নিউ গোল্ডেন সিটি নামক একটি আবাসিক হোটেলের চতুর্থ তলার ৪১৮ নম্বর কক্ষ থেকে হত্যাকাণ্ডের সাথে জড়িত দুই আসামিকেৃ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামিরা হল বাগেরহাট সদর উপজেলার গোপালকাটির মো. শহিদুল ইসলাম এর ছেলে মো. ওমর ফারুক ( ইমন)
(২৫) এবং মো. আব্দুল হাই এর ছেলে মো আশিকুল ইসলাম আশিক (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, উক্ত সাংবাদিক হত্যা কাণ্ডের পরে আসামিরা ঢাকায় পালিয়ে যায় এবং আশুলিয়ায় অবস্থান করছিল তারা।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উক্ত আসামিদের গ্রেফতার করা হয়।
গত সোমবার ৬ অক্টোবর বাগেরহাট সদর মডেল থানায় দায়ের করা হত্যা মামলা নং-০২ তারিখ ০৬/১০/২০২৫-এর প্রেক্ষিতে বিজ্ঞ আদালতে আসামি গন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে এবং উক্ত হত্যার দায় স্বীকার করে তারা।
ডিবির অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান উক্ত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে আমাদের টিম নিরলস ভাবে কাজ করে যাচ্ছে দ্রুততম সময়ের ভিতরে মূল আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি।
বাকি আসামিদের খুব দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।