ঢাকামঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় হত্যা মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৬

admin
জানুয়ারি ১৩, ২০২৬ ১০:৩২ অপরাহ্ণ
Link Copied!

মো: তৌহিদ উদ্দিন শেখ খুলনা বিভাগীয় প্রতিনিধি:

র‍্যাব ৬ এর অভিযানে খুলনা সদর থানাধীন কাস্টমঘাট এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর ইমরান মুন্সী (৩০) হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম আসামিকে আটক করেছে র‍্যাব(-৬)
সোমবার(১২ জানুয়ারী) র‍্যাব-৬ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর লবণচরা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে খুলনা সদর থানাধীন কাস্টমঘাট এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর ইমরান মুন্সী (৩০) হত্যা মামলার এজাহারভুক্ত ৫নং পলাতক আসামি খুলনা ১নং কাস্টমঘাট এলাকার মৃত মান্নান শেখের ছেলে মোঃ ফরিদ শেখ (৩৫) কে আটক করে।
এজাহার বিশ্লেষণে জানা যায়, আসামি মোঃ ফরিদ শেখ সহ মামলার অন্যান্য আসামিদের সাথে নিহত ভিকটিম ইমরান মুন্সীর দীর্ঘদিন যাবৎ ব্যবসায়িক বিষয় নিয়ে বিরোধ চলে আসতেছিল । এরই সূত্র ধরে গত ০৬/১০/২৫ ইং নিহত ভিকটিম ইমরান মুন্সী খুলনা সদর থানাধীন কাস্টমঘাট এলাকায় অবস্থানকালে ধৃত আসামি সহ মামলার অন্যান্য আসামিরা ভিকটিমকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে হত্যা নিশ্চিত করে পালিয়ে যান। উক্ত ঘটনায় ভিকটিমের ফুফু দিলিয়া বেগম বাদী হয়ে ধৃত আসামি সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে খুলনা সদর থানা,খুলনায় হত্যা মামলা দায়ের করেন।
গ্রেফতার কৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।