ঢাকাশনিবার , ১৯ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তাড়াশে পিকআপ ভ্যান চালকের গলাকাটা লাশ উদ্ধার

সোহাগ হোসেন,তাড়াশ উপজেলা প্রতিনিধি
এপ্রিল ১৯, ২০২৫ ১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সোহাগ হোসেন,তাড়াশ উপজেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে গাড়ি চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম রাসেদুল ইসলাম (৪০)। সে তাড়াশ পৌর সদরের ওয়াপদাবাধ এলাকার আব্দুল কাদেরের ছেলে ও পিকআপ ভ্যান চালক।

তাড়াশ-রানীরহাট অঞ্চলিক সড়কের আসানবাড়ি নামক স্থানে রাতের যে কোনো সময়ে দুষ্কৃতিকারীরা তাকে জবাই করে হত্যা করে রাস্তার পাশে লাশ ফেলে চলে যায়। বিষয়টি তাড়াশ থানার ওসি মো: জিয়াউর রহমান নিশ্চিত করেছেন।

আজ শনিবার (১৯ এপ্রিল) সকালে পথচারিরা তার লাশ দেখতে পেয়ে পুলিশ কে খবর দিলে, এ সংবাদ লেখা পর্যন্ত পুলিশ লাশ উদ্ধার করে, সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

নিহত রাসেদুলের ইসরামের মা আকলিমা খাতুন জানায়, গতকাল শুক্রবার রাত থেকেই সে নিখোঁজ ছিলেন।আজ তার লাশ পাওয়া গেলো তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে এ বিষয়ে তারা কিছুই জানেন না।

তাড়াশ থানার অফিসার ইন চার্জ (ওসি) মো: জিয়াউর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জে শহীদ এম. এনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।