মোঃজাহিদ হোসেন জিমু
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধা নতুন ব্রীজ বাঁধের মাথা থেকে কাউন্সিলের বাজার পর্যন্ত রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় জনসাধারণ।
আজ রবিবার দুপুরে শহরের নতুন ব্রীজে স্থানীয় জনসাধারণের ব্যানার ঘন্টাব্যাপী মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা বিএনপি সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ সামাদ আজাদ,জেলা বিএনপি সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, খোলাহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম হক্কানি, সদর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জামিরুল ইসলাম,কাফি ইসলাম লিমন সহ স্থানীয় সুধী ও জনসাধারণ।
এসময় উপস্থিত বক্তারা বলেন, দীর্ঘ দিন থেকেই এই রাস্তাকে কেন্দ্র করে হাজার হাজার জনসাধারণের নানা ভোগান্তি তৈরি হয়েছে। যদি এই রাস্তাটি দ্রুত সংস্কার না করা হয় তাহলে সামনের দিনে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন।