ঢাকাসোমবার , ২১ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া কাহালু উপজেলা সাব-রেজিষ্টি অফিসে দুদকের অভিযান

সজীব হাসান,, (বগুড়া) প্রতিনিধি
এপ্রিল ২১, ২০২৫ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

সজীব হাসান,, (বগুড়া) প্রতিনিধি :

রোববার বিকেলে বগুড়ার কাহালু উপজেলা সাব-রেজিষ্টি অফিসে দলিল সম্পাদনায় অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় ২ জন নকল নবীশের ড্রয়ার তল্লাশি করে একজনের কাছ থেকে ৯ হাজার ৯৯০ টাকা ও আরেক জনের কাছ থেকে ৪ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়া অফিসের সহকারী পরিচালক জাহিদুল ইসলাম, কোর্ট পরিদর্শক জাহিদুল ইসলাম (তুষার), এ এস আই আকরাম হোসেন। দুদক বগুড়া অফিসের সহকারী পরিচালক জাহিদুল ইসলাম জানান, অভিযানে দলিল সম্পাদনায় অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে ২ নকল নবীশের কাছ থেকে ১৪ হাজার ৪৯০ টাকা জব্দ করা হয়েছে। তাদেরকে সাময়িক বহিস্কারের জন্য সাব-রেজিষ্টার তার মাধ্যমে জেলা সাব-রেজিষ্টারের কাছে সুপারিশ পাঠাবে, তারা ব্যবস্থা নিয়ে দুদককে জানাবে। তদন্ত সাপেক্ষে ২জন নকল নবীশের নাম প্রকাশ করা হয়নি।