সজীব হাসান,, (বগুড়া) প্রতিনিধি :
রোববার বিকেলে বগুড়ার কাহালু উপজেলা সাব-রেজিষ্টি অফিসে দলিল সম্পাদনায় অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় ২ জন নকল নবীশের ড্রয়ার তল্লাশি করে একজনের কাছ থেকে ৯ হাজার ৯৯০ টাকা ও আরেক জনের কাছ থেকে ৪ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়া অফিসের সহকারী পরিচালক জাহিদুল ইসলাম, কোর্ট পরিদর্শক জাহিদুল ইসলাম (তুষার), এ এস আই আকরাম হোসেন। দুদক বগুড়া অফিসের সহকারী পরিচালক জাহিদুল ইসলাম জানান, অভিযানে দলিল সম্পাদনায় অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে ২ নকল নবীশের কাছ থেকে ১৪ হাজার ৪৯০ টাকা জব্দ করা হয়েছে। তাদেরকে সাময়িক বহিস্কারের জন্য সাব-রেজিষ্টার তার মাধ্যমে জেলা সাব-রেজিষ্টারের কাছে সুপারিশ পাঠাবে, তারা ব্যবস্থা নিয়ে দুদককে জানাবে। তদন্ত সাপেক্ষে ২জন নকল নবীশের নাম প্রকাশ করা হয়নি।