ঢাকামঙ্গলবার , ২৯ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

“দৈনিক খবরের কাগজের ” ‘বন্ধুজন’ দিনাজপুর জেলা কমিটি গঠন করা হয়েছে

মাসুদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি
এপ্রিল ২৯, ২০২৫ ৯:৫৭ অপরাহ্ণ
Link Copied!

মাসুদুর রহমান , দিনাজপুর প্রতিনিধি।

এক ঝাঁক কর্মচঞ্চল্য স্বেচ্ছায়সেবী মনোভাব উৎসাহী তরুণ তরুণীদেরকে নিয়ে দৈনিক খবরের কাগজের স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধুর জনের দিনাজপুর জেলা কমিটি গঠন করা হয়েছে।

আজ ২৯/০৪/২০২৫ইং তারিখ মঙ্গলবার দুপুর দুইটায় দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয় মাঠে বন্ধুজনের জেলা কমিটি ঘোষণা করা হয়।

দৈনিক খবরের কাগজ দিনাজপুর জেলা প্রতিনিধি সুলতান মাহমুদের উদ্যোগে
স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধুজন প্রধান উপদেষ্টা প্রভাষক হাবিব রহমান এ জেলা কমিটির ঘোষণা করেন।

দুপুরের পর থেকেই বন্ধু জনের ফরম পূরণকারী দিনাজপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয় মাঠে উপস্থিত হন।

উপস্থিত সকল ফরম পূরণকারী সদস্যদের মধ্য থেকে সমঝোতার ভিত্তিতে বন্ধু জনের জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৫ সদস্যের নির্বাহী কমিটি নাম ঘোষণা করা হয়। পরবর্তীতে সকলের সর্বসম্মতিকরমে নির্বাহী কমিটির ২৫ সদস্য নির্বাহী কমিটির প্রধান উপদেষ্টা কমিটির অনুমোদন প্রদান করেন।

জেলা কমিটির সভাপতি হিসেবে রাকিব হাসান রিফাত ও সাধারণ সম্পাদক হিসেবে সাবিত হাসান নাম প্রস্তাব করা হলে সর্বসম্মতিক্রমে তা পাস করা হয়।

দিনাজপুর জেলা কমিটির উপদেষ্টা প্যানেলের রয়েছেন প্রভাষক হবিবুর রহমান, ডাক্তার রবিউল আলম, মীর শিরিন, প্রভাষক নূরে আলম সিদ্দিক।

দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয় মাঠে বন্ধুজন কমিটি অনুমোদনের পর কলেজ মাঠেই বন্ধুজন ও উপদেষ্টা প্যানেল ও দিনাজপুর জেলা প্রতিনিধিকে নিয়ে সম্মিলিতভাবে একটি গ্রুপ ছবি তোলা হয়। দৈনিক খবরের কাগজের
কেন্দ্রীয় বন্ধুজন- এর সভাপতি ও খবরের কাগজ- এর সহকারী সম্পাদক ড. সারিয়া সুলতান। কেন্দ্রীয় বন্ধুজন- এর সাধারণ সম্পাদক ও ব্র্যান্ড অ্যান্ড ইভেন্ট বিভাগের প্রধান আতিয়া সুলতানা। দিনাজপুর জেলা কমিটির সকল সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং এই সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবায়নের জন্য বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।

বন্ধুজন কমিটির নবগঠিত সাধারণ সম্পাদক সাবিত হাসান বলেন, এই মুহূর্তে প্রাণচাঞ্চল্য কর্ম স্পৃহা এক ঝাঁক তরুণ তরুণীদের কে নিয়ে খবরের কাগজের যে সহযোগী সংগঠন বন্ধুজন কমিটি গঠিত হলো। এই বন্ধুজন সদস্য একে অপরের পাশাপাশি থেকে বন্ধুজন সকল সদস্যরা সমাজের ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকবে এবং সমাজের সামাজিক ব্যাধি দূর করনের চেষ্টা করব। বন্ধুজনের যে মহৎ উদ্দেশ্য ও লক্ষ্য রয়েছে তা বাস্তবায়নের জন্য সকল বন্ধুজনের সদস্যদের কে নিয়ে এগিয়ে যাব।

দিনাজপুর বন্ধুজন জেলা কমিটির প্রধান উপদেষ্টা প্রভাষক হাবিব রহমান বলেন, দৈনিক খবরের কাগজের সহযোগী সংগঠন বন্ধুজন জেলা কমিটিতে জেলার বিভিন্ন নামিদামি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর অন্তর্ভুক্ত হয়েছে। শিক্ষার্থীদের উদ্যম, কর্মস্প্রহা সম্পূর্ণ কিছু তরুণ তরুণী একত্রিত হয়ে সমাজ গঠনের ইতিবাচক কাজের সাথে সম্পৃক্ত থাকবে এবং সমাজকে একটি নতুন দিগন্তে নিয়ে যাবে।