ঢাকাবুধবার , ৭ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে পুলিশ সদস্যকে মারপিট ও হেনস্থার ঘটনায় মামলা,আটক ৪

Link Copied!

সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধি,

০৭ মে ২০২৫
ঝিনাইদহের কালীগঞ্জে মারপিটসহ হেনস্থার শিকার হন যশোর কোতয়ালী থানার তিন পুলিশ সদস্য। ১৪ বছরের এক কিশোরিকে উদ্ধার করতে এসে তারা এ মারপিটের শিকার হন।

সোমবার বিকেলে কালীগঞ্জ পৌরসভাধীন বাকুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হন, যশোর কোতয়ালী থানার এএসআই তাপস কুমার পাল, কনেস্টবল রাবেয়া খাতুন ও ফারজানা খাতুন। ঘটনার পরপরই থানায় ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৬০/৭০ জনের নামে মামলা হলে ৬ মে জেলার বিভিন্ন স্থান থেকে পুলিশ ৪ জনকে আটক করতে সক্ষম হয়। এরপর আটককৃতদের কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

আটক ব্যক্তিরা উপজেলার পৌরসভার বাকুলিয়া গ্রামের বাসিন্দা ১। মোকলেচুর রহমান(৫০) ২। সাগর হোসেন (২৬) ৩। মো. আল মামুন (৩২) ৪। তরিকুল ইসলাম মিন্টু(৪০)।

এর আগে, বাকুলিয়া গ্রামের ইমাদুলের ভাইরার ছেলে সুজন হোসেন যশোর থেকে অপ্রাপ্ত বয়স্ক এক মেয়েকে নিয়ে এসে পরিবারের অমতে বিয়ে করে। এ ঘটনায় মেয়ের পরিবার যশোর কোতয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরপর যশোর থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে সোমবার (৫ মে) দুপুরের পর কালীগঞ্জ