ঢাকাবুধবার , ৭ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

উড়িয়া ইউনিয়নে বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত কৃষক দলে আওয়ামী লোকদের অনুপ্রবেশের অভিযোগ

Link Copied!

মোঃ জাহিদ হোসেন জিমু গাইবান্ধা জেলা প্রতিনিধি:

উড়িয়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের ঘনিষ্ঠদের পুনর্বাসনের অভিযোগে তীব্র প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তাঁদের অভিযোগ, এ পদক্ষেপ দলের আদর্শ ও ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা।

এই অভিযোগের প্রতিবাদে গতকাল সোমবার (৬ মে) বিকেল ৫টায় উড়িয়া ইউনিয়ন পরিষদ মাঠে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

বক্তব্য দেন উড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবীব সরকার, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, যুবদলের আহ্বায়ক মো. রেজাউল করিম রেজা, যুগ্ম আহ্বায়ক মো. আতিয়ার রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. গোলাম কিবরিয়া এবং ছাত্রদলের সভাপতি মো. জসিম উদ্দিন জীবন।

বক্তব্যে আহসান হাবীব সরকার বলেন, ‘আওয়ামী দোসরদের কৃষক দলের নেতৃত্বে বসানো মানে ত্যাগী ও আদর্শবান নেতাকর্মীদের অবমূল্যায়ন। এটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।’

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‘এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। ত্যাগী নেতাকর্মীদের যথাযথ সম্মান ও অধিকার ফিরিয়ে দিতে হবে।’

সমাবেশে বক্তারা আরও বলেন, ‘আদর্শবিরোধী এই সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলা হবে। উড়িয়া ইউনিয়ন কৃষক দলে আওয়ামী ঘরানার লোকদের অনুপ্রবেশ মেনে নেওয়া হবে না। এটি আত্মত্যাগী নেতাকর্মীদের প্রতি চরম অবিচার।’

সমাবেশে উড়িয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।