জহিরুল ইসলাম,মধ্যনগর (সুনামগঞ্জ), প্রতিনিধি :
মধ্যনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের উপর হামলার ঘটনার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিল করেছেন স্থানীয় যুবদল নেতাকর্মীরা ।
রবিবার (১১ মে) বিকেল ৫ টায় উপজেলার বংশীকুন্ডা বাজারে স্থানীয় যুবদল নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন ।
এর আগে শনিবার (১০ মে) সন্ধা ৭ টায় বংশীকুন্ডা বাজার থেকে মধ্যনগর যাওয়ার পথে বংশীকুন্ডা কেন্দ্রীয় মসজিদের সামনের রাস্তায় গাড়ি গতিরোধ করে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন সোহেলের উপর সন্ত্রাসী হামলা চালানো হয় ।
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাহেবুর আলমের নির্দেশে তার ভাগিনা ছাত্রদল কর্মী রামিমুল ইসলাম ও কয়েকজন সন্ত্রাসী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন সোহেলের উপর হামলা করা হয়েছে বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন ।
উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ সাইকুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ পারুল মিয়া, ক্রীড়া সম্পাদক মোঃ হাসিবুল হাসান, রাসেল মিয়া, রতন মিয়া, নয়ন নিয়া, নিক্সন মিয়া প্রমুখ।
বক্তারা এই ন্যক্কারজনক হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলার নির্দেশদাতাসহ সব সন্ত্রাসীকে দ্রুত গ্রেপ্তারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।