আমির হোসেন গজারিয়া মুন্সিগঞ্জ
একের পর এক অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে নিষিদ্ধ চুনাপাথর ও ঢালাই কারখানা ব্যবহার করছে দুষ্কৃতী কুচুক্তি মহল। মঙ্গলবার (২০ মে/২৫) দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সি গঞ্জের গজারিয়া উপজেলার ট্যাঙ্গারচর ইউনিয়নের ভাটের চর নতুন রাস্তার অবস্থিত চুনাপাথর কারখানায় ঘুরিয়ে দিলো তিতাসগ্যাস টি এন্ড ডি কোম্পানি লিমিটেড। এসময় অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হাছিবুর রহমান । সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধভাবে সংযোগ নিয়ে নিষিদ্ধ চুনাপাথর ও রেষ্টুরেন্ট ব্যবসা চালিয়ে যাচ্ছে এমন সংবাদের বিত্তে তিতাসগ্যাস মেঘনাঘাট জোনাল দপ্তরের ব্যবস্থাপক প্রকৌশলী সুরিজত কুমার সাহা ও সহকারী এবং উপসহকারী প্রকৌশলীদের নিয়ে অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। জেলা পুলিশ ও গজারিয়া থানা পুলিশের সহযোগিতায় অভিযান সফল করেছেন বলে জানিয়েছেন তিতাসগ্যাস কর্তৃপক্ষ।