ঢাকারবিবার , ২৫ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীতে পদ্মার চরে ১৯ টি বাড়িতে হামলা-ভাংচুর-লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি
মে ২৫, ২০২৫ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আমিরুল হক,রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীর চরে ১৯ টি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (২৪ মে) বিকালে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর-শাহামীরপুর এলাকার পদ্মা নদীর চরে এ হামলার ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন জানান, তারা দীর্ঘ ৪০ বছর ধরে পদ্মা নদীর চরের জমিতে ঘর-বাড়ী করে বসবাস করে আসছেন। হঠাৎ করে পাবনা জেলার লোকজন দাবি করছে এ চর তাদের। শনিবার বিকেলে শতাধিক সংঘবদ্ধ একদল দুবৃত্ত দেশীয় অস্ত্রসস্ত্র ও লাঠিসোঠা নিয়ে বাড়ী-ঘরে হামলা চালায়। এ সময় ১৯টি বাড়ি ভাংচুর ও লুটপাট করে। একটি বসত ঘরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ সালাউদ্দিন বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।