ঢাকামঙ্গলবার , ৮ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুর জেলা ছাত্রদলের উদ্যোগে ফিলিস্তিনে হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে

admin
এপ্রিল ৮, ২০২৫ ২:৪১ অপরাহ্ণ
Link Copied!

মাসুদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি।

ফিলিস্তিনের গাজায় চলমান ইসরাইলি হামলার প্রতিবাদে দিনাজপুর সরকারী কলেজ ও মুন্সিপাড়া হেমায়েতআলী হল সংলগ্ন শাপলা চত্বরে বিহ্মোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দিনাজপুর জেলা শাখা। স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা শহরের প্রধান সড়কে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।

ব্যানার, ফেস্টুন ও কালো পতাকা নিয়ে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে ছাত্রদলের নেতারা ইসরাইলি আগ্রাসনের নিন্দা জানিয়ে ছাত্রদলের জেলার সাধারনসাধারন সম্পাদক আবুজার সেতু বলেন, “গাজায় শিশুদের ওপর যেভাবে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, তা বিশ্ব বিবেককে প্রশ্নবিদ্ধ করেছে। আমরা মুখে কালো কাপড় বেঁধে তাদের প্রতি একাত্মতা প্রকাশ করছি।”

সমাবেশে সবাই একাত্মতা প্রকাশ করে বলেন ‘যে বিশ্ব বারবার মানবাধিকারের কথা বলে, আজ তাদের অনেকেই নিরব। কিন্তু দিনাজপুরের সাধারণ ছাত্ররা চুপ থাকতে পারেনি।

প্রতিবাদ কর্মসূচিতে এক মিনিট নীরবতা পালন করে গাজায় নিহত নিরীহ ফিলিস্তিনিদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

ছাত্রদলের নেতারা জানান এটি একটি প্রতীকী প্রতিবাদ। ভবিষ্যতে দেশব্যাপী আরও জোরালো কর্মসূচি গ্রহণ করা হবে। তারা জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন পৌর শাখা ছাত্রদলের সদস্য সচিব সোহানুর রহমান সোহান, যুগ্ন আহবায়ক রানা, প্রমি, ছাত্রনেতা আলামিন, রাশেদ, দিনাজপুর সরকারী কলেজের উদীয়মান ছাত্রনেতা সাজু, রানা, খানসামা উপজেলার সদস্য সচিব রুবেল, চিরিরবন্দর উপজেলার আহবায়ক জিহাদ, ছাত্রনেতা মোসাদ্দেক ,বিরল পৌর ছাত্রদলের মাহিদ, যুগ্ন আহবায়ক মনির, ১ নং সদস্য নয়ন, ছাত্রনেতা মুন্না সহ আরও অনেক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।