মোহাম্মদ আলী ভূঁইয়া, নিকলী উপজেলা প্রতিনিধি:
গত ৬ মাসে ডঃ মুহাম্মদ ইউনুস দরব্যমূল্যের লাগাম টেনে ধরেছেন। লুট হওয়া ব্যাংকগুলোকে বন্ধ না করে ধীরে ধীরে বাড়িয়ে তুলেছেন! ২০০ টাকার পেঁয়াজ ৪০ টাকা কেজি, ৪০০ টাকার কাঁচা মরিচ ৫০ টাকা কেজি, ১০০ টাকার তরকারি এখন ৪০/৫০ টাকা। টমেটো মাশ ১০ টাকা আরও ২০ টাকা প্রতি বছর বোরো আসলে বেতন হলে ১৫০/২০০ টাকা এখন বেতন ৩০/৪০ টাকা। দাম বাড়লে আমরা পোস্ট দেই বলি আগেই ভাল ছিলাম কমলে পোস্ট দেই না! এটা মোনাফেকদের কাজ!
থ্রী জিরো থিউরির জন্য উনি আবার নোবেল মঞ্চে দাঁড়াবেন মনে হয়।
উনি চা বিক্রেতা নন। তিনি একজন উচ্চশিক্ষিত ভদ্রলোক। ভালো কাজের প্রশংসা করাটা আমাদের দায়িত্ব ও কর্তব্য বলে আমি মনে করি।
সংগৃহীত