ঢাকাবুধবার , ৯ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

খোকসায় বিশেষ অভিযানে গাঁজাসহ আটক এক ব্যক্তি

মোঃ নুর আলম পাপ্পুঃ খোকসা, কুষ্টিয়া
এপ্রিল ৯, ২০২৫ ৮:৩৭ অপরাহ্ণ
Link Copied!

মোঃ নুর আলম পাপ্পুঃ খোকসা, কুষ্টিয়া

৭ এপ্রিল ২০২৫, সোমবার রাত্রি ১০:৪৫ ঘটিকায় খোকসা থানার বিশেষ অভিযানে সন্তোষপুর গ্রামে আবু মোড় সংলগ্ন পাকা রাস্তার ব্রিজের উপর মোঃ আলম প্রামানিক (৪৫) নামে এক ব্যক্তিকে ৫৫ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে। ধৃত আসামি সন্তোষপুর গ্রামের বাসিন্দা, পিতা মোঃ আব্দুর রহমান প্রামানিক।

খোকসা থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ধৃত মোঃ আলম প্রামানিকের কাছ থেকে ৫৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় খোকসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর- ৯, তারিখ ৮ এপ্রিল ২০২৫।

ধৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ আরও বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক চক্রের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

স্থানীয় জনগণ পুলিশের এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছে এবং মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।