ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:
যশোর – বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা উপজেলার লাউজানী রেলক্রসিং এর আইল্যান্ডের সাথে চাপা পড়ে বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৭ টায় শার্শা উপজেলার পান্তাপাড়া গ্রামের মৃত কাশেম বিশ্বাসের ছেলে মো:আব্দুল্লাহ আল মামুন মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন।স্থানীয় উপস্থিত লোকজন আহত ব্যক্তিকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। অবস্থা গুরুতর বিবেচনায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।