ঢাকাবুধবার , ৯ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিলজানি দাখিল মাদ্রাসার সভাপতি রেজাউল করিম রেজাকে সংবর্ধনা

admin
এপ্রিল ৯, ২০২৫ ৯:১০ অপরাহ্ণ
Link Copied!

মোঃ নুর আলম পাপ্পু,খোকসা কুষ্টিয়াঃ

কুষ্টিয়া খোকসা বিলজানি দাখিল মাদ্রাসার এডহক কমিটির নবনিযুক্ত সভাপতি রেজাউল করিম রেজাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় মাদ্রাসার হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই শিক্ষকরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে রেজাউল করিম রেজাকে বরণ করে নেন। এরপর উপস্থিত অতিথিরা তাঁকে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার মো. আব্দুল আওয়াল, বিশেষ অতিথি ছিলেন ধোকড়াকোল কলেজের সহকারী অধ্যাপক আতাহার হোসেন এবং খোকসা সরকারি কলেজের প্রভাষক জাহিদ হাসান।

রেজাউল করিম রেজা তাঁর বক্তব্যে বলেন, “আমি এই দায়িত্ব পেয়ে অত্যন্ত আনন্দিত ও গর্বিত। মাদ্রাসার উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবো। সকলের সহযোগিতায় বিলজানি দাখিল মাদ্রাসাকে খুলনা বিভাগের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তরিত করতে চাই।

অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীরা নবনিযুক্ত সভাপতির প্রতি তাঁদের আশাবাদ ব্যক্ত করেন। সংবর্ধনা শেষে অতিথিদের আপ্যায়নের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।