ঢাকাবুধবার , ৯ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ টু ঢাকা গামী মহাসড়কের উপর, চেকপোস্ট থেকে চোরা চালানি মাদকদ্রব্য আটক

ত্রিশাল উপজেলা প্রতিনিধি, ময়মনসিংহ
এপ্রিল ৯, ২০২৫ ৯:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

রেজুয়ান আহমেদ সৈকত,

ত্রিশাল উপজেলা প্রতিনিধি, ময়মনসিংহ।

আজ ৯/০৪/২০২৪ইং
ত্রিশাল থানাধীন আমিরাবাড়ী সাকিনস্থ নিগার জামান ফিলিং স্টেশন এর সামনে ময়মনসিংহ টু ঢাকা গামী মহাসড়কের উপর, চেকপোস্ট থেকে চোরাচানি আমদানি নিষিদ্ধ ভারতীয় ৬৩টি বোতল মদ ও ৬টি মোবাইল এবং মামনি এন্টারপ্রাইজ নামক একটি বাস গাড়ি সহ ৩ জন আসামি গ্রেফতার করেন। আমিরাবাড়ী ইউনিয়ন এর বিট অফিসার, এস, আই, শেখ গোলাম মোস্তফা রুবেল এর সহকারী টিম এর নেতৃত্বে জব্দ করা করা হয়।

১. নাম:মোঃ কাঞ্চন মিয়া বয়স: ২৭, লিঙ্গ: পুরুষ পিতার নাম: মৃত হাবিবুর রহমান। মাতার নাম: মোছাঃ কামরুন্নাহার, ঠিকানা: স্থায়ী: গ্রাম- রামনগর (কুমুদগঞ্জ বাজার সংলগ্ন), উপজেলা/থানা- দূর্গাপুর, জেলা-নেত্রকোনা, বাংলাদেশ।

২. নাম: ইয়াসিন আরাফাত, বয়স: ২২, লিঙ্গ: পুরুষ, পিতার নাম: মৃত জিয়াউর রহমান, মাতার নাম: পেয়ারা আক্তার, ঠিকানা: স্থায়ী: গ্রাম- লক্ষীপুর, উপজেলা/থানা- দূর্গাপুর, জেলা-নেত্রকোনা, বাংলাদেশ।

৩. নাম: রিফাত মিয়া বাবু, বয়স: ২৪ লিঙ্গ: পুরুষ, পিতার নাম: আইনুল মিয়া, মাতার নাম: মনজুয়া বেগম। (৩নং ওয়ার্ড, ইউপি-কাকেরগড়া),