ঢাকাবৃহস্পতিবার , ১০ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় রূপসা ব্রিজের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো: তৌহিদ উদ্দিন শেখ খুলনা প্রতিনিধি
এপ্রিল ১০, ২০২৫ ৬:১০ অপরাহ্ণ
Link Copied!

মো: তৌহিদ উদ্দিন শেখ খুলনা প্রতিনিধি:
খুলনার রূপসা উপজেলার খুলনা-ঢাকা মহাসড়কের গোপিয়া ব্রিজের পাশ থেকে আশিকুর বাসার সাদ (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের জাবুসা এলাকা থেকে মৃত অবস্থায় হাইওয়েতে পড়ে থাকা মরদেহটি উদ্ধার করা হয়।
কাটাখালী হাইওয়ে থানার এসআই আরাফাত বিষয়টি নিশ্চিত করেছেন।
আশিকুর বাসার সাদ খুলনা খালিশপুরের বড় বয়রা ফকির বাড়ির বাবলু (খাইরুল) বাসারের ছেলে।
পুলিশ ও স্থানীর সূত্রে জানা গেছে, উপজেলার জাবুসা এলাকার খুলনা-বাগেরহাট মহাসড়কের গোপিয়া ব্রিজের পাশে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে রক্তাক্ত মৃত অবস্থায় এক মরদেহ দেখতে পেয়ে পথচারীরা হাইওয়ে পুলিশকে খবর দেয়। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
কাটাখালী হাইওয়ে থানার এসআই আরাফাত জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।