মাসুদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর সদরের এলজিইডি কার্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চার তলা ভবনের তিনটি ফ্লোর। এ সময় অফিসের অনেক মূল্যবান কাগজ ও কোটি টাকার জিনিসপত্র। এলজিইডি ভবনের প্রকৌশলীসহ দুজনকে জীবিত উদ্ধার করেছে দিনাজপুর ফায়ার সার্ভিস।
দিনাজপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, ভোর ৫টায় খবর পেয়ে ঘটনাস্থলে এসে প্রায় এক ঘন্টা চেস্টার পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে সহ্মম হয়। তারা মনে করেন আগুনের সূত্রপাত প্রাথমিক ভাবে ধারণা করা হয়েছে শর্ট সার্কিটের কারণে এই দুর্ঘটনাটি হতে পারে।
আগুনের বিস্তারিত ঘটনাটি এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কাছে জানতে চাইলে তিনি বলেন শট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। তিনি আরো বলেন ক্ষতির পরিমাণ কোটি টাকার বেশি। তদন্তের পরে বিস্তারিত জানা যাবে।