ঢাকাবৃহস্পতিবার , ১০ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

সজীব হাসান( বগুড়া) প্রতিনিধি
এপ্রিল ১০, ২০২৫ ৩:৪৮ অপরাহ্ণ
Link Copied!

সজীব হাসান( বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিহতের নাম অমল চন্দ্র দাস (৫৫)। তিনি উপজেলার ফেপিড়া গ্রামের মৃত জীবন চন্দ্র দাসের ছেলে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা পৌণে ১২টার দিকে উপজেলার তালোড়া ইউনিয়নের মিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একটি বালুবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে তিনি গুরুতর আহত হন। সে সময় তিনি একটি অটোভ্যানে ছিলেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। দুপুর ১২টা ৩৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বর্তমানে নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে। দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি এবং কাউকে আটকও করা হয়নি।