ঢাকাবৃহস্পতিবার , ১০ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

হারুয়ালছড়িতে আগুনে পুড়ে নিঃস্ব হয়েছে ২ পরিবার

নুরুল আবছার নূরী
এপ্রিল ১০, ২০২৫ ১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নুরুল আবছার নূরী

ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানার হারুয়ালছড়ি ইউনিয়নের ২ দরিদ্র পরিবার আগুনে পুড়ে চাই হয়েছে। আগুন দুটি বসত ঘর ও রান্না ঘর পুড়ে চাই হয়েছে। ৮ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাত ২ টার সময় হারুয়ালছড়ি ইউনিয়নে পূর্ব ফটিকছড়ি গ্রামে হাজি নজির আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্হানীয়রা জানা হঠাৎ আবুল কাশেম ঘরে আগুন দেখতে পান তারা। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ফটিকছড়ি উপজেলা ফায়ার সার্ভিসের একটি দলে ঘটনাস্হলে আসেন তারা। ততক্ষণে স্হানীয়রা এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে মোঃ আবুল কাশেম ঘর ও বিধবা সায়েরা খাতুনের বসত ঘর ও রান্না ঘরপুড়ে চাই হয়ে যায়। এতে ২ পরিবার নিঃস্ব হয়ে যায়। তাদের ২ পরিবারের ক্ষতি পরিমাণ ৬ লাখ টাকা বলে দাবি করেন তারা। ক্ষতিগ্রস্ত আবুল কাশেম জানা কিস্তি দেওয়ার জন্য ৭০ হাজার টাকা ছিল তাও আগুন পুড়ে নিঃস্ব করে দিয়েছে। আগুনে শেষ সম্বলটুকু নিয় গেছে। স্হানীয় বি,এন,পি নেতা মোঃ জানে আলম বলেন আগুনে নিঃস্ব দুই পরিবার সদস্যরা কেবল পরনে কাপড় নিয়ে খুলা আকাশের নিচে বসবাস করছে। তাদের সহযোগিতা করা সকলের দায়িত্ব।
ফটিকছড়ি ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন বলেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্র পাত ঘটে। ফায়ার সার্ভিস আসার আগে স্হানীয়রা আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসে।